Print Date & Time : 2 July 2025 Wednesday 4:55 pm

ধামইরহাটে সরকারি বালু লুটপাটের অভিযোগ অস্বীকার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর সরকারি পরিত্যাক্ত বালু অবৈধভাবে বিক্রয় ও এলাকার রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী আবু হানিফ।

২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী আবু হানিফ বলেন, গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে অভিযুক্ত করে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়, যা তার দৃষ্টিগোচর হয়। তিনি দাবি করেন, একটি চক্র সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ কর্তৃক বিধি মোতাবেক রশিদা খানম ধামইরহাট থানাধীন উদয়শ্রী (নলপুকুর) গ্রামস্থ ব্যক্তি মালিকানাধীন প্রায় ২৫ বিঘা লিজকৃত জমির বালি ক্রয় করেন। পরবর্তীতে আমার স্ত্রী রশিদা খানম বিধি মোতাবেক কোর্ট এফিডেভিটমূলে ২০ নভেম্বর ক্রয় করেন।’

পরে ক্রয় করা বালু উত্তোলনকালে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি বাধা প্রদানসহ বিভিন্ন অংকের টাকা দাবি করেন। এমনকি কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি আরও জানায় যে, তাদের কথা না মানলে তারা পুনরায় বালি উত্তোলনে বাধাসহ যেকোন পন্থায় বড় ধরনের ক্ষতি করবে। তাদের দাবিকৃত টাকা প্রদানে অপারগতা প্রকাশ করলে তারা পূর্বের ন্যায় পুনরায় ২৬ ডিসেম্বর বালু উত্তোলনে বাধা প্রদানসহ উদয়শ্রী পান্নার মোড়ে লোডকৃত বালি মেসি গাড়ি থেকে নামিয়া নেয়। এর প্রেক্ষিতে এলাকার কুচক্রী মহল তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানববন্ধনসহ বর্ণিত নিউজটি প্রকাশ করে। যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।