Print Date & Time : 1 August 2025 Friday 9:23 pm

নওগাঁয় ইউনাইটেড প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় প্রিন্ট ও টেলিভিশনে কর্মরত ইউনাইটেড প্রেসক্লাবের সদস্যদের ঈদ পুনর্মিলনী হয়েছে। এদিন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের গোস্তহাটি মোড় এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোরের সময়ের প্রতিনিধি ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ।

যায়যায় দিনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান নাদু, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ ,দপ্তর সম্পাদক সাইফুল ওয়াদুদ।

উপস্থিত ছিলেন সাংবাদিক মেরাজ হোসেন শাফিন,রানা সরদার,অন্তর হোসেন, মাসুদূর রহমান, জোবায়েদ হোসেন প্রমুখ। ঈদ পুনর্মিলনী শেষে মাসিক সভা বৈঠকে নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সার্বিক উন্নতি পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সদস্যদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকাসহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সোচ্চার থাকার আহবান জানান সাংবাদিক নেতারা।