Print Date & Time : 25 August 2025 Monday 1:35 am

নওগাঁয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মোরশেদা খানম নামের এক সহকারী শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে ও বাজার এলাকায় এই বিক্ষোভ করা হয়।

এসময় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অদিতি বলেন, ‘সহকারী শিক্ষিকা মোরশেদা খানম একজন বদমেজাজি নারী। তিনি সহকারী শিক্ষিকার চেয়ারে বসে স্মার্ট ফোন ব্যবহার করেন। এছাড়াও তিনি স্কুলে না আসা,স্কুলে এসে ক্লাস না নেওয়া, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুণ্ন করেছেন।’

দশম শ্রেণির শিক্ষার্থী সিহাব হোসেন বলেন, ‘সহকারী শিক্ষিকার আচরণ মোটেও মানুষ গড়ার কারিগরর মতো নয়, এমন শিক্ষিকা আমরা চাই না।’

দশম শ্রেণির ছাত্র বেলাল হোসেন বলেন, ‘যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, সে পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ করেই যাব। আমরা ক্লাসে প্রবেশ করবনা। আমরা ক্লাস বর্জন করব।’প্রয়োজনে ক্লাসে তালা ঝুলিয়ে দেব।

এদিকে বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মোরশেদা খানম ।

মোরশেদা খানম মুঠোফোনে বলেন, ঐ স্কুলের প্রধান শিক্ষক ও আরও কিছু শিক্ষকরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে এসব করাচ্ছে,আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের তোলা অভিযোগ গুলো সঠিক নয়।