নওগাঁ প্রতিনিধি :নওগাঁয়যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহাগ হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার এসআই রাশেদ খান বৃহস্পতিবার (২৩ মে) রাতে শহরের চকপ্রাণ এলাকার বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।
আসামি সোহাগ নওগাঁ সদরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, শহরের চকপ্রাণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত দায়রা জজ, দ্বিতীয় আদালত, জয়পুরহাট ( জি আর- ১১/২১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামি সোহাগ দীর্ঘদিন পলাতক ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post