নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যাক্তির হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি অবস্থায় চকগৌরাং বিলের কাঁদা-পানিতে ফেলে রেখে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনার পর থেকে কাজ করছে মান্দা থানা পুলিশ তবে পুলিশি তদন্ত শেষ হয়নি এখনও।
রোববার ২০জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে এর নায্য বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার। অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে পাল্টা ফাঁসানোর চেষ্টা দাবি প্রতিপক্ষ নাসির গংয়ের।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আমি এবং সার্কেল অফিসার নিজেও গিয়েছিলাম।অযোগ্যতা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের সাথে এখন পর্যন্ত আমরা প্রকৃত তথ্য পাইনি, তদন্ত চলছে এ ব্যাপারে পুলিশ তৎপর আছে।

Discussion about this post