নওগাঁ সদর ও সাপাহারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার জেলা শহরের বাঙ্গাবারিয়া ও নওগাঁ সরকারি কলেজ মোড়ে ৩ টি দোকানে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
অভিযানে সাবানের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বাঙ্গাবারিয়ার মা ডিপার্টমেন্টাল স্টোরকে ১০হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির অপরাধে সরকারি কলেজ মোড়ের সাগর স্টোরকে ১৫০০টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার পরিবেশনের অপরাধে মিলন হোটেলকে ৫০০টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সাপাহারে ওষুদের দাম বেশি নেওয়ার অভিযোগে পপুলার মেডিসিন কর্নারকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২২//

Discussion about this post