Print Date & Time : 13 September 2025 Saturday 11:59 pm

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় থানা পুলিশের বিরুদ্ধে নিরীহ এক ব্যাক্তিকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মারপিটের অভিযোগ তুলে ধরেন ভূক্তেভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভূক্তভোগী বদলগাছী উপজেলার ঢেকরা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার স্ত্রী ঝরনা বেগম।
তারা বলেন, জমির সীমানা নিয়ে প্রতিবেশী প্রভাবশালী সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সাথে দ্বন্দ্ব হয়। সেই ঘটনায় গত সোমবার বদলগাছী থানার ওসি আতিয়ার রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য এসে আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে চরথাপ্পর, লাথি ও কিল ঘুষি মেরে নির্মম ভাবে নির্যাতন করে। মারপিটের একপর্যায়ে সালামকে পুলিশের গাড়িতে তুলে হাজতে পাঠানোর ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ভূক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে সালামের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, এক ভদ্র মহিলার লিখিত অভিযোগের বিষয়ে ওই গ্রামে যান তিনি। এবং সেখানে গিয়ে তাদের জমিজমা সংক্রান্ত বিষয়টি নিজেরাই মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মারধরের যে বিষয়টি তারা অভিযোগ করছে এটা সত্য না।
তবে সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//