Print Date & Time : 23 August 2025 Saturday 10:46 pm

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সম্পাদক রুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন রুমনকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একই সঙ্গে তাঁদের সদস্যপদও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের এক নোটিশে বলা হয়, ক্লাবের নির্বাহী কমিটির দুইজন সদস্যরা সভাপতির কাছে প্রেসক্লাবে এসে তাঁদের অভিযোগ দেন। তাঁদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এই একজনকে অব্যাহতি ও সদস্যপদ বাতিল করা হয়েছে।

অন্যদিকে ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যায়যায় দিনের নওগাঁ প্রতিনিধি রুহুল আমিনকে সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন দপ্তর পদ শূন্য থাকায় সাইফুল ওয়াদুদকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ।