Print Date & Time : 9 July 2025 Wednesday 12:48 am

নতুনধারার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর দিনব্যাপী দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম লায়ন রাশেদা চৌধুরী। ভাসমান-নিরন্ন মানুষদেরকে নিজ হাতে খাদ্য বেড়ে বন্টন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. টিটু, তারেক ভূঁইয়া প্রমুখ।


এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার জন্য নিবেদিত থেকে সারাদেশে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছে।


উল্লেখ্য ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে ‘ রেডর‌্যালী’র মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//