মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুরকে নবনির্বাচিত এমপির মাদক মুক্ত ঘোষনায় স্বস্তি ফিরেছে এলাকাবাসির মধ্যে। জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রথম দিনের শুভেচ্ছা বক্তব্যে মির্জাপুর উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দেন টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ। গত (২২ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট থেকে শপথ নেওয়ার পর (২৩ জানুয়ারি) খান আহমেদ শুভ প্রথম বারের মত জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন।
আজ বুধবার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগও ছাত্রলীগের বর্তমান ও সাবেক ৮ জন নেতা জানান, খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক। গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর শুন্য আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান। গত রবিবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌুধরী খান আহমেদ শুভকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় খান আহমেদ শুভ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন। তিনি টাঙ্গাইলের কৃতি সন্তান ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল হক, এম এ মান্নান, আতাউর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি গত ১৬ জানুয়ারি উপনির্বাচনে ৩৭ শতাংশ ভোট দিয়ে তাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করার জন্য মির্জাপুরবাসিকে ধন্যবাদ জানান। মির্জাপুরের সুষম উন্নয়ন এবং সেই সঙ্গে মির্জাপুরকে মাদক মুক্ত করার ঘোষনা করে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সকলের সার্বিক সহযোগিতা চান।
এদিকে খান আহমেদ শুভর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তার এই গঠন মুলক ও সুন্দর বক্তব্য মির্জাপুরবাসিকে আশার আলো জাগিয়ে উজ্জিবিত করেছে। মহান জাতীয় সংসদে তার গঠণ মুলক বক্তব্য মির্জাপুরকে অনেক এগিয়ে যাবে বলে নেতাকর্মীরা আশা করছেন করেছেন।
এ ব্যাপারে নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ বলেন, শুধু মাদক মুক্ত নয়, মির্জাপুরকে আমি ঢেলে সাজাতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক উন্নয়ন, ইভটিজিং বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, বেকার সমস্যা দুরীকরন এবং নতুন নতুন কর্ম সংস্থানই হবে আমার মুল লক্ষ ও উদ্যেশ্য। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় মির্জাপুরকে এগিয়ে নিতে চাই।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post