হাটহাজারীর সন্তান কক্সবাজার ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কল্যাণ পার্টি হাটহাজারী উপজেলা শাখার যুগ্ন মহাসচিব মোহাম্মদ জসিম।
এর আগে রবিবার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাত ঘড়ি প্রতীক) ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর গ্রামে।তার জন্ম ১৯৪৯ সালের ৪ অক্টোবর।পিতা নাম এস এম হাফেজ আহমেদ এবং মাতা শামসুন নাহার। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ২৫ মার্চের পর কে এম সফিউল্লাহর নির্দেশে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে এবং ১৯৯৬ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১১,২০২৩//