রাজশাহী প্রতিনিধি : “রক্তের বাঁধনে বাঁধি প্রায়, স্বেচ্ছায় করি রক্তদান” শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে ব্লাড ডোনার্স ক্লাবের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী রাজশাহীর চৈতির বাগান পার্ক এন্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ’র চেয়ারম্যান জাগ্ৰত মহানায়ক শিহাব রিফাত আলম।
এসময় তিনি বলেন, জাগ্রত ব্যবসায়ী জনতা ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। পাশাপাশি নানান সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা জাতীর জন্য, সমাজের জন্য কাজ করতে চাই।
আমাদের রক্তের বন্ধন নেই তবে ভালোবাসার বন্ধন আছে। তাই ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকলেই কেবল আমাদের সকলেই রক্তের বন্ধনে আবদ্ধ হতে পারি।
তিনি আরও বলেন, জাগ্রত ব্যবসায়ীর পাশাপাশি জাগ্রত সেবার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক দ্বায়বদ্ধতা থেকে নানামুখী সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। তার মধ্যে অন্যতম জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব। কারন মৃত্যুপথযাত্রীকে রক্তদানের মাধ্যমে তার জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। যারা রক্ত দান করে কিংবা সামাজিক কাজের সাথে জড়িত তারা ‘নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো’র মতো কাজ করে বলেই নানানজন নানানরকম মন্তব্য করেন, তাতে কারও যায় আসে না। আপন মনে এই মানবিক কাজগুলো চলমান রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজি।
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলার সেক্রেটারী জেনারেল মোঃ আনারুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও প্রেসিডেন্ট মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় এবং
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলা কমিটির এডমিন মোঃ তাহাজ্জত হোসেন আনোয়ারের (বিপ্লবী আনোয়ার) সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, আনোয়ার হোসেন আনার, জাগ্রত যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের জণসংযোগ বিভাগের কর্মকর্তা রকিবুল হক, ইপিআই সুপারভাইজার তাজুল ইসলাম, জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মেজবাউল হক নাসিম, জাগ্রত সেবা চট্টগ্রাম জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, মোঃ জাহাঙ্গীর আলম, জাগ্রত পথশিশু অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাঈন উদ্দিন, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি এনামুল হক, জাগ্রত ব্যবসায়ী ও জনতা নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রেসিডেন্ট একে এম সেলিম আহমেদ, জাগ্রত যুব জনতা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি সাংবাদিক এসএম জামাল, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়িক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম রজব, জাগ্রত ব্যবসায়ী ও জনতা রাজশাহী জেলা কমিটির সেক্রেটারি জেনারেল মুন্সি শাহারিয়ার কবীর, সাংগঠনিক সম্পাদক
মোঃ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদান করা কোনো দুঃসাহসিক বা স্বাস্থ্যঝুঁকির কাজ নয়। বরং এর জন্য একটি সুন্দর মন থাকাই যথেষ্ট। রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। তাই জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ এই রাজশাহী ব্লাড ডোনার্স ক্লাবের মাধ্যমে আগামীতে আরও মানুষের জন্য রক্ত দিয়ে তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, যে কোনো সুস্থ-সবল মানুষ রক্তদান করলে রক্তদাতার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় চার মাস পরপর নষ্ট হয়ে যায়। তাই অকারণে নষ্ট করার চেয়ে তা স্বেচ্ছায় অন্যের জীবন বাঁচাতে দান করলে মানুষের জীবনও বাঁচানো যায়। সামান্য পরিমাণে রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ।
পরে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ, রাজশাহী জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ, রাজশাহী জেলা কমিটির সদস্যদের মাঝে সার্টিফিকেট, আইডি কার্ড ও সমাজে বিশেষ অবদান রাখায় গুনীজনদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে জাগ্রত ব্যবসায়ী ও জনতা রাজশাহী জেলা কমিটি, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, রাজশাহী জেলা কমিটি ও জাগ্রত যুব জনতা রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে র্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post