Print Date & Time : 24 August 2025 Sunday 1:10 pm

নান্দাইলের ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার বড়বড়িয়া বিলের ধান ক্ষেত থেকে নাজমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ পৌর শহরের চারিআনিপাড়া মহল্লার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

গত বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে নান্দাইল – দেওয়ানগঞ্জ সড়কের পাশে বড়বড়িয়া বিলের ধান ক্ষেত থেকে নান্দাইল থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে নাজমা আক্তার নান্দাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পান কিনতে তিনি বাজারে এসেছিলেন বলে জানা যায়। পরে তার লাশ ক্ষত-বিক্ষত অবস্থায় ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি জানান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্বৃত্তরা ওই নারীকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

দৈনিক দেশতথ্য//এইচ//