Print Date & Time : 12 September 2025 Friday 6:25 am

নান্দাইলে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৭ জুন) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে রাত্রী যাপনের জন্য আশ্রয় চেয়েছিল ওই তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেওয়া হয়নি। তারপর তরুণী চলে যায়। ফজরের নামায শেষে সকালের দিকে স্থানীয় মুসুল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পান।

আব্দুর রহমান বলেন, রাত ১২টার দিকে এই তরুণী আমার বাড়িতে আশ্রয় চাইলে নানান বিপদের কথা চিন্তা করে রাজি হইনি। পরে মেয়েটি চলে যায়।

নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//