শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহের নান্দাইলে জমি চাষের ট্রাক্টর উল্টে এর নিচে চাপা পড়ে সুজন মিয়া (৩৫) নামে চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি প্রায় ১৫ বছর ধরে ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহত সুজনের চাচা খোকন মিয়া জানান, সুজন আগে ছোট একটি ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। গত কোরবানি ঈদের আগে ৪ লাখ টাকা দিয়ে বড় এই ট্রাক্টরটি সাব্বির নামে একজনের কাছ থেকে ক্রয় করেন। বৃহস্পতিবার সকালে ওই ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জ যান। রাতে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে এটির নীচে চাপা পড়ে সুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘শুনেছি তিনি নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেছেন। বিষয়টির খোঁজ নিচ্ছি।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post