নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লোহিতপুর গ্রামে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ব্যাটারি চালিত ভ্যানের বডির মধ্যে লুকিয়ে থাকা ৩৮৯ ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের মৃত জহর উদ্দিনের পুত্র মো. জালাল (৪৫), দূর্গাপুর উপজেলার কাচারীপুর দক্ষিণ গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র মো. সোহাগ মিয়া(৩৩)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-১৪ জানায়- নেত্রকোনা থেকে অভিনব কায়দায় ভ্যানের বডির মধ্যে লুকিয়ে ৩৮৯ বোতল ফেন্সিডিল নিয়ে নান্দাইলে রওনা দেয় দুই মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।
এ সময় অটোভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং উক্ত ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনা স্বীকার করেছে।জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post