Print Date & Time : 23 August 2025 Saturday 4:53 pm

নান্দাইলে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী চরাঞ্চলে এ ঘটনাটি ঘটে।

জামাল উদ্দিন ও সুকন মিয়া নামে দুই কৃষকের গরুগুলোর মৃত্যু হয়েছে।

ক্ষতিগস্ত দুই কৃষক জানান, গরুগুলো সকালে ঘাস খাওয়ার জন্য বাড়ির অদূরে ক্ষেতে বাঁধা ছিল। পরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনটি গরু মারা যায়। গরুগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ভুট্রো বলেন, বজ্রপাতে কৃষক জামাল উদ্দিনের ২টি গরু ও কৃষক সুকন মিয়ার ১টি গরু মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.হারুন অর রশিদ বলেন,আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। অফিস থেকে লোক পাঠিয়ে খবর নেবো। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।