Print Date & Time : 24 August 2025 Sunday 11:32 pm

নান্দাইলে বাস কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ২০

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার পালাহার আমলিতলা নামক স্থানে এঘটনাটি ঘটে।

সিলেটগামী শামীম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের উপর উল্টে পড়ে। এতে কাভার্ডভ্যান চালকসহ ২০ আহত হয়েছেন।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানান, মহাসড়কে যানবাহন চলাচলে কিছুক্ষণ বন্ব থাকলেও পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//