Print Date & Time : 25 August 2025 Monday 4:36 am

নান্দাইলে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। শনিবার (০৬ জানুয়ারি) ভোরে এলাকার লোকজন বিদ্যালয়ের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে প্রশাসনকে বিষয়টি জানায়।

আগুনে কেন্দ্রের চারটি কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, টেবিলসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া জানান, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।

জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ভীতিকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিনি জানান, অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে এই কেন্দ্রে ভোট নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//