Print Date & Time : 13 September 2025 Saturday 6:04 pm

নান্দাইলে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশীর লাঠির আঘাতে আব্দুল হেলিম (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

গতকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী অভিযুক্ত যুবক বুলবুল মিয়াকে (৩৫) আটক করে পুলিশের হাতে দিয়েছে।

গ্রামবাসী এ থানা পুলিশ জানা যায়, শুক্রবার ভোরে আব্দুল হেলিম স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়েন। তারপর নরসুন্দা নদীরপাড়ে তার বোরো ধানের বীজতলা দেখতে যান। সেখানে সুলতান মিয়ার ছেলে বুলবুল মিয়া অতর্কিত হামলা চালিয়ে আব্দুল হেলিমের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয লোকজন জানায়, বুলবুল অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এইচ//