শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসা সেবা পেতে মিনি গেইটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯শে জুন) সকাল ১১ টায় হাসপাতাল সংলগ্ন এলাকাবাসীর আয়োজনে নান্দাইল পুরাতন বাজারের মোরগ মহালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো.আল-আমীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা সরকার, কাউসার হোসেন হিমেল, মনোয়ার হোসেন বাদল, হারিস উদ্দিন, সোহাগ মাষ্টার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র রাস্তা থাকায় মুমূর্ষ রোগীসহ সেবাপ্রত্যাশীদের হাসপাতালে প্রবেশে দুর্ভোগ সৃষ্টি হয়। তাছাড়া নান্দাইল বাজারের দীর্ঘ যানজটের মাঝেও রোগীদের দ্রুত চিকিৎসা সেবা পেতে হাসপাতালের পশ্চিম দিকে আরেকটি মিনি গেইটের দাবি জানান। এতে করে লোকজন অল্প সময়ে সরকারী হাসপাতালে পৌছে চিকিৎসা নিতে পারবেন।
মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যানের নিকট দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post