রাজশাহীর তানোরে এক নারী ইউপি সদস্যকে নিয়ে পুরুষ সদস্য পালিয়ে গেছেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপি পরিষদে। গত দুইদিন এই দুই ইউপি সদস্যের কোনো হদিস মিলছে না। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
জানা গেছে, বাধাইড় ইউপি পরিষদের ৭৮৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্যের সাথে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে নারী সদস্যের পরিবারের লোকজন ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে বাড়িতে ডেকে নিয়ে মারধোর করেন। এতে ক্ষোভে জাহাঙ্গীর আলমের সাথে পালিয়ে গেছেন নারী সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক বাধাইড় ইউপির বেশকিছু নারী ও পুরুষ সদস্যরা জানান, তারা দুইজন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক করে আসছেন। এমনকি তারা ইউপি পরিষদে অনেকবার অবৈধ সম্পর্কের সময় হাতে নাতে ধরা পড়েন। লোকজনের মুখে শোনা যাচ্ছে, তারা দুইজন অজানার উদ্দেশ্য উধাও হয়েছেন।
দুইদিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, আমি লোকজনের মুখে শুনেছি এমন কথা। শোনার পর থেকে তাদের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post