খালিদ সাইফুল //
“আমার মেয়েদের কোথায় দিয়া শান্তি পাব, স্কুলে দিয়া শান্তি নাই, কলেজে দিয়া শান্তি নাই, আমাদের দেশ কি স্বাধীন করেছি এসব স্বাধীন দেশে অত্যাচার সহ্য করার জন্য” ঠিক এমনই বক্তব্য দিচ্ছিলেন ভূমিহীন সমিতির সহ-সভাপতি রাজীয়া খাতুন।
“জেগে ওঠো মুক্তির লক্ষ্যে, শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে ” এই স্লোগানকে সামনে নিয়ে নিজেরা করি ও ভূমিহীন সমিতি,কুমারখালির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১টায় কুমারখালির গণমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির নেতা রবজেল হোসেন,ভূমিহীন সমিতির নেত্রী ও কুমারখালি আঞ্চলিক কমিটির সম্পাদক খুর্শিদা বেগম, বীর মুক্তিযুদ্ধা চাঁদ আলী,জান্নাতুল ফেরদৌস কিশোরী,আরিয়া খাতুন নিলুফা খাতুন।
মানববন্ধন সঞ্চালনা করেন, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ফেব্রুয়ারী ২০২৪