কুষ্টিয়া, এনামুল হক:
নিক্সন চৌধুরীর আত্মীয় পরিচয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কুষ্টিয়া ডিভিশন এর বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ।
ডেপুটি পোস্টমাষ্টার জেনারেলের কার্যালয়ের গাছ কাটা, নির্মাণ কাজে অনিয়ম, বদলী বানিজ্য, সঞ্চয়পত্র করাতে মশোহারাসহ নানা অনিয়মের অভিযোগ নিক্সন চৌধুরীর আত্মীয় পরিচয়দানকারী ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মহসীন উদ্দিনের বিরুদ্ধে।
সরেজমিনে কুষ্টিয়া ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় গেলে তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।
কার্যালয়ের অনেকেই মহাসীন উদ্দিনের স্বেচ্ছাচারিতার বিষয়ে নানা অভিযোগ করেন।
কর্মচারীদের টিএডিএ বিল থেকে কমিশন কাটা, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময় ২০২২ -২৩ সালে ফ্যাসিবাদ শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরীর স্বজন পরিচয় দিয়ে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের কর্মচারীদের ভয়ভীতি প্রদানসহ বদলি বাণিজ্য, সঞ্চয়পত্র করে দেয়ার কথা বলে সাধারণ গ্রাহকদের কাছে টাকা আাদায়ের অভিযোগ করেন তারা।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এর অনিয়ম দুর্নীতি সত্যতা যাচাই জন্য কার্যালয়ের পিছনে গেলে ডাক বিভাগের বেশ কয়েকটি প্রায় অর্ধশত বছর বয়সী গাছ কোন প্রকার টেন্ডার ছাড়াই কে বা কারা চুরি করেছে সে প্রসঙ্গে কেউই সঠিক জবাব দিতে পারেনি। বিষয়টি নিয়ে কার্যালয়ের তৎকালীন সংস্থাপন শাখার দায়িত্বে থাকা পরশ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়গুলো দেখার দায়িত্ব ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কিন্তু কিভাবে এসব হলো তা আমার জানা নাই । তবে এর সাথে নৈশ প্রহরী আলিম জড়িত থাকতে হলে তিনি মনে করেন। এই গাছ চুরির বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সব কিছু জানে বলে তিনি জানান।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের পেছনে সীমানা প্রাচীন নির্মাণে পুরাতন ইট ব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে মহসীন উদ্দিন জানান, নির্মান কাজে পুরাতন ইট ব্যবহারের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জমা দিয়েছি। পুরাতন ইট ব্যবহার হচ্ছে প্রসঙ্গটি জানার পরও কাজ কেন বন্ধ করা হয়নি সে প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দিতে পারেননি। এ সময় তিনি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ।
কুষ্টিয়ায় ২০২২-২৩ সালের প্রথম মেয়াদে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হিসেবে আসলে নিজের বাড়ি ফরিদপুর এবং সে ফ্যাসিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরীর স্বজনপরিচয় দিয়ে অফিসের সকল স্টাফদের ভয়-ভীতি দেখাতে থাকে।তার বিরুদ্ধে কেউ গেলে অন্যত্র বদলি এবং ওএসডির মতো ঘটনা তথ্য পাওয়া যায় এবং সঞ্চয়পত্র করে দেয়ার কথা বলে পোস্টমাস্টারদের মাধ্যমে গ্রাহকদের কাছে অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে মহাসিন উদ্দিন এর কাছে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
কার্যালয়ের স্টাফদের বিরুদ্ধে খারাপ আচরণের জন্য তার বিরুদ্ধে ফুসে উঠেছে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।

Discussion about this post