শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে :
জেলার কালীগঞ্জ উপজেলায় গোড়ল গ্রামে নিখোঁজের একদিন পর আজ শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে বৃদ্ধ আফাজ উদ্দিনের (৬০) লাশ ভেসে উঠেছে।
বৃদ্ধ আফাজ উদ্দিন ওই গ্রামের এলাকার মৃত আবুর উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ আফাজ উদ্দিনের একটি হাত পঙ্গু ছিলেন।
গতকাল শুক্রবার দুপুরের পর গৃহপালিত একটি ছাগল খুঁজতে বাড়ি হতে বেড়িয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরে আসেনি। আত্নীয় স্বজনরা আশেপাশে খোঁজ খবর করেন। সম্ভাব্য সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয়। আশের পাশের বাজারে খোঁজ খবর করে তাকে আর খুঁজে পায়নি। শনিবার দুপুরে হঠাৎ পুকুরে তার মৃতদেহ ভেসে উঠেছে। পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করতে স্বজনদের হস্তান্তর করে।
গ্রামবাসীর ধারণা ছাগলটি পুকুর পাড়ে দেখতে পেয়ে আনতে গিয়ে পা পিছলে পড়ে যায়। হাত পঙ্গ থাকায় আর সাঁতরিয়ে উপরে উঠতে পারেননি। ফলে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ছাগলটি ঠিক সন্ধ্যার আগে বাড়ি ফিরেছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ও প্রতিবেশীদের স্বাক্ষ্যপ্রমাণে এটা নিছক একটা দুর্ঘটনা ছিল।
দৈনিক দেশতথ্য//এইচ//