মোঃ ওমরফারুক(সানি):
সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মোহনা বেগম নামের স্কুল ছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রেমের টানে ঘর ছাড়া উপজেলার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)কে শনিবার (১১ জানুয়ারি) পাবনা সদর থানার গয়েশপুর গ্রাম থেকে উদ্ধার করেছে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ।
মোহনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামস্থ নানা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহনা বেগম গত ২৯ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় মোহনার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। এমনকি মোহনার সাথে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬**) বন্ধ পাওয়া যাচ্ছিল।
এরপর এ ঘটনায় ২ জানুয়ারি মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৬৯ (২.০১.২০২৫ইং)। জিডি দায়েরের পর থেকেই মোহনার সন্ধানে মাঠে কাজ শুরু করে থানা পুলিশ। আর তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার গয়েশপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করতে সক্ষমও হয় পুলিশ।
থানা পুলিশ সূত্রে আরোও জানা গেছে, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনার গয়েশপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭) সাথে। তাদের দু’জনের ওই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুল ছাত্রী মোহনা। তবে প্রেমিক শামীমের বাড়ি থেকে মোহনাকে উদ্ধার করলেও তার প্রেমিক শামীমকে আটক করতে পারেনি থানা পুলিশ।
নিখোঁজ স্কুল ছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Discussion about this post