ময়মনসিংহ – ৯ (নান্দাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন উপজেলার মোয়াজ্জেমপুরে উঠান বৈঠক করছেন।
তিনি টানা দুইবারের আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন। নির্বাচনি মাঠে নিজেকে জনগণের প্রার্থী বলে দাবি করেন আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সরগরম নান্দাইল এলাকা। নৌকা বনাম ঈগল প্রতীকে মূল লড়াই হবে ভোটে- এমনটাই ধারণা করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ//