Print Date & Time : 21 August 2025 Thursday 9:23 pm

নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব: ধর্ম উপদেষ্টা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
“আমাদের হাতে সময় কম, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব।

শুক্রবার (০১ নভেম্বর) রাতে ঐতিহ্যবাহী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি এক লক্ষ নয় হাজার টাকা হজের খরচ কমিয়েছি। আমি সৌদিয়া কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বলেছেন তাদের কোন আপত্তি নেই। পানির জাহাজে করেও আমরা হজ যাত্রী পাঠাবো । তাতে খরচ হবে বিমানের চাইতে ৪০℅ কম। প্রাথমিকভাবে আমরা পানির জাহাজে ছয় হাজার হাজী পাঠাতে চাই। বাংলাদেশে আমরা বড় কোম্পানিকে ডাকছি, তারা বলেছেন এত বড় জাহাজ তাদের কাছে নাই । এই জাহাজ আনতে অন্তত ৬ হাজার কোটি টাকা লাগবে। পানির জাহাজে হজ যাত্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।২০২৫ সালে যদি আমরা নাও পারি ২০২৬ সালে আমরা দরজা খুলে রাখবো।”

মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনা ও মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মানের ধারাবাহিক সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী সাঈদুল ইসলাম আসাদ।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন, আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার ৩০ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এ মাহফিল শুরু হয় এবং ০১ নভেম্বর শুক্রবার রাতে এ মাহফিলের সমাপনী হয়।