কুষ্টিয়া প্রতিনিধি :
জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন বলেছেন–নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন, সেটা পরের দিনই আবার তার প্রেস সেক্রেটারি আরেক কথা বলেছেন। এতে বোঝা যায় সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে। আমরা রাজনৈতিক দল,আমরা নির্বাচন চাই। একটা সময় তথা গত ১৭ বছর মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও নির্বাচনে ভোট দিতে চায়। সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই। এই নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। ২৫ সালের নির্বাচন দিলে দেশে আরো বিশৃঙ্খলা তৈরী হবে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিথলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের(কাজী জাফর) উদ্যোগে আয়োজিত জনসভাপূর্ব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে জনসভায় প্রধান অতিথি হয়েছিলেন আহসান হাবিব লিংকন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ চাঁদ মন্ডল, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, মিরপুর উপজেলা জাতীয় পাটি সাবেক সভাপতি রবিউল ইসলাম মিরপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক খান।
চিথলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক রিয়াজুল হক লালনের পরিচালনায় এ সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য //ডিসেম্বর ১৯,২০২৪//