Print Date & Time : 13 September 2025 Saturday 4:36 pm

নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে জেলেদের মাছ ধরার প্রস্তুতি

গোফরান পলাশ, কলাপাড়া: মধ্য রাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। রাত বারোটার সঙ্গে সঙ্গেই উপকূলের জেলেরা ইলিশ শিকারে গভীর সমুদ্রে যাত্রা করবে।

সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। বছর জুড়ে তেমন ইলিশ ধরা না পড়ায় অনেকটা হতাশ হয়ে পরেছিলো জেলেরা। তবে দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধড়া পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রানচাঞ্চল্য ফিরে আসবে আলীপুর ও মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের।

দৈনিক দেশতথ্য//এস//