নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর ডিমলা উপজেলায় জ্বালানি তেল, গ্যাস পরিবহণ ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি ও বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ শনিবার বিকেল ৪টায় চাপানীরহাট ধানহাটিতে ১৪৪ ধারা জারি করলে পরে শহীদ জিয়াউর রহমান জিয়া কলেজ মাঠে উপজেলা বিএনপি এ কর্মসূচী পালন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় নির্বাহী কমিটি, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জির এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রধান সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশটি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সভাপিত আ.খ.ম. আলমগীর সরকার, সেক্রেটারী জহুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোর্দেশ আজম ।
দৈনিক দেশতথ্য//এল//