নীলফামারীর ডোমার উপজেলায় গলায় ফাঁস দিয়ে রুহুল আমিন মুন্না ওরফে মাইকেল (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ১১টায় উপজেলার চিকনমাটি ইউনিয়নের পূর্ব চিকনমাটি সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল আমিন মুন্না ওরফে মাইকেল ওই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাত আনুমানিক সোয়া ১১টায় পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুহুল আমিন মুন্না ওরফে মাইকেল। কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে পাঠানো হয়েছে।
রুহুল আমিন মুন্না ওরফে মাইকেল আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় রুহুল আমিন মুন্না ওরফে মাইকেলের পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৩,২০২২//

Discussion about this post