নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: জনরোষের ভয়ে গত ৫ আগষ্ট থেকে অফিসে আসেনা নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌড়িখাড়া জোনাল অফিসের ডিজিএম ওহিদুজ্জামান।
সাধারন গ্রাহকদের সাথে র্দুব্যবহার,দলবাজি,দুর্নীতি জনিত কারনে শেখ হাসিনা সরকারের পতত্যাগের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
তবে, জোনাল অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেছেন হয়তো অসুস্থতার কারনে তিনি অফিসে আসেননা। তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলতে পারছেননা।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের ইঞ্জিনিয়ার মো: হুমাউন কবির বলেন, আমাদের ডি,জি,এম সাহেব অফিসের সবার সাথে তুই তোকারি ব্যবহার সহ কারনে অকারনে সর্বদা চড়ে বসতেন। কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সাথেই নয়,পাবলিকের সাথে দুর্ব্যবহার করতেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পর তার মৌকিক ব্যবহারে লাঞ্চিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন। তার পর থেকে তিনি আর অফিসে আসেননা। তিনি মূলত সাবেক সংসদ সদস্য মো: শাহ আলমের নাম ব্যবহার সর্বদা শক্তি দেখাতেন। যে কারনে সবাই অসহায় ছিলেন।
নেছারাবাদ পল্লী বিদ্যুতের কৌড়িখাড়া জোনাল অফিসের এ,জি,এম মো: রাসেল জানান, অফিসের ডি,জি,এম ওহিদুজ্জামান খুবই রাগন্মিত লোক। তিনি মুলত অফিসের তার অধস্থন কারো সাথে ভাল ব্যবহার করতেন না। পাবলিকের সাথেও তার রিলেশন ভাল নয়। গত ৫ আগষ্ট থেকে তিনি অফিসে আসেননা। শুনছি তিনি নাকি অসুস্থতার কারন দেখিয়ে ছুটি নিয়েছেন। কবে অফিসে আসবেন তা জানা নেই।
অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে নেছারাবাদ কৌড়িখাড়া জোনাল অফিসে ডি,জি,এম হিসিবে যোগদান করেন ওহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম,ক্ষমতাসিনদের সাথে সখ্যতা,অফিস ষ্টাফদের সাথে দুর্ব্যবহার বহার করে খেয়াল খুশি মত অফিস করতেন তিনি। যে কারনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে গেছেন তিনি। এমনকি তার ব্যাক্তিগত ফোন নাম্বারটি বন্ধ রয়েছে।
অনুসন্ধানে জানাযায়,গ্রাহকদের অভিযোগ ভৌতিক বিদ্যুৎ বিল, মিটার সংযোগের জন্য সরকারি টাকা জমা দিয়েও মিটার বিড়ম্বনা সহ যা ইচ্ছে তা ব্যবহার করতেন ডি,জি,এম ওহিদুজ্জামান। এ নিয়ে অফিসে গেলে ডি,জি,এম ওহিদুজ্জামানকে কিছু বলতে গেলেই লাঞ্চিত হয়ে ফিরে আসতেন ভুক্তভোগী গ্রাহকরা। তাই গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ডি,জি,এম ওহিদুজ্জামানের মৌখিক লাঞ্চিত হওয়া জনতা এসে জানতে চাইলে সুযোগ বুজে অফিস থেকে সটকে পড়েন তিনি। সেই থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জামান জানান, তিনি যে অফিসে আসেননা তা আমার জানা নেই। আমি খোজ নিয়ে বিষয়টি দেখব।

Discussion about this post