নিজস্ব প্রতিবেদক:
নেছারাবাদে নিয়মিত কর্মস্থলে না এসেও ঠিকমত বেতনভাতা তুলে নিচ্ছেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র গাইনোকলজিষ্ট ডাক্তার ইন্দ্রানী কর।
তিনি সপ্তাহে একদিনের বেশি অফিস করেননা কর্মস্থলে। প্রতি রবিবার দুপুরে বরিশাল থেকে হাসপাতালে এসে ত্রিশ থেকে ৪০ মিনিট অবস্থান করেই চলে যান হাসপাতাল থেকে।
নেছারাবাদ হাসপাতালে তার কর্মস্থল হওয়া স্বত্ত্বেও নিয়মিত অফিস না করায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হাসপাতালে আসা গাইনি রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নেছারাবাদ হাসপাতালে বহি:বির্ভাগে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াইশ রোগী আসে। যার মধ্য অর্ধেকের বেশি নারী রোগী। তারা হাসপাতালে এসে টিকেট কেটেও গাইনি ডাক্তার ইন্দ্রানী করকে না পেয়ে নিরুপায় হয়ে শরনাপন্ন হন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে।
স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালে বিশেষজ্ঞ পদে একমাত্র গাইনোকলজিষ্ট ডাক্তার ইন্দ্রানী কর। তিনি এ হাসপাতালে যোগদান করার শুরুতে এখানকার লোকের মধ্য অনেক আশা হয়েছিল। দু:খের বিষয় তিনি এখানে যোগদানের পর ঠিকমত কোন দিনও অফিস করছেননা। সপ্তাহে একদিনের বেশি অফিস না করায় এখানকার মহিলা রোগীরা দূরদূরান্তে গিয়ে গাইনি ডাক্তার দেখাচ্ছেন।
নাম না প্রকাশ শর্তে হাসপাতালের একজন সিনিয়র নার্স বলেন, ডাক্তার ইন্দ্রানী কর এই হাসপাতালের একমাত্র গাইনি ডাক্তার। তিনি নিয়মিত অফিস না করে উপজেলার দুইটি প্রাইভেট হাসপাতালে বসেন। এছাড়া বাকি সময় প্রাকটিস করেন বরিশালের নামি দামি ডায়াগনষ্টিক সেন্টারে।
এ ব্যাপারে কথা বলার জন্য ডাক্তার ইন্দ্রানী করের সাক্ষাৎ না পেয়ে তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া বলেন, ইন্দ্রানি কর এ হাসপাতালের একমাত্র গাইনি ডাক্তার। তিনি সপ্তাহে একদিন আসেন হাসপাতালে। এ ব্যাপারে তাকে বার বার বলা স্বত্ত্বেও কর্নপাত করছেননা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post