নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে ইন্দেরহাট বাজারে দু’টি দোকানঘর ভেঙ্গে বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে চোরেরা সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট বাজারে ওই চুরির ঘটনা ঘটিয়েছে। ওই ইউনিয়নের বালু ব্যবসায়ি মো: মাহামুদ কবির তার পালিত বাহীনি দিয়ে এ কাজ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগি ব্যবসায়ি মো: শাহীন আহমেদের।
ক্ষতিগ্রস্থ শাহীন আহমেদ অভিযোগ করেন, এ জায়গা আমি কিনেছি। পাশের জায়গা নামি মাহামুদ কিনেছে। আমি আমার জায়গায় দোকানঘর তুলেছি। মাহামুদ রাতের আধারে আমার দোকান ভেঙ্গে বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নিব।
প্রতক্ষ্যদর্শী বাজারের পাহারাদার মো: আব্দুল হাকিম বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে ৩০ থেকে ৩৫ জন লোক এসে শাহিন মিয়ার উঠানো দোকানঘর ভাঙ্গা শুরু করে। প্রথমে তারা দোকানের গেচিগেট ভেঙ্গে ফেলে। এরপর সব সাটার ভেঙ্গে নিয়ে যায়। এসময় আমি বাধা দিলে লোকজন বালু ব্যবসায়ি মাহামুদ কবিরের লোক বলে পরিচয় দিয়ে সব ভেঙ্গে ফেলে। আমি বাধা দিলে তারা আমাকে জোড়পূর্বক দূরে নিয়ে বসিয়ে রাখে।
মো: মাসুদ নামে বাজারের অপর এক পাহারার বলেন, মাহামুদ ভাইয়ের লোকজন রাতের আধারে এসে তার দোকানঘর ভেঙ্গে দোকানের গেচিগেট,সহ সব ভেঙ্গে নিয়ে গেছে। আমরা বাধা দিলে তারা আমাকে ভয় দেখিয়ে বলে, এ জায়গা আমাদের। চুপ করে বসে থাকেন। আপনাদের কিছু বলবোনা।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মাহামুদ কবিরকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাজারের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, আমি চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারা এ চুরি করছে তা আমি জানিনা।
দৈনিক দেশতথ্য//এইচ//