নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে ঢাকাগামী যাত্রী সেবায় ‘সেবা গ্রীন লাইন’ নামে বাস সার্ভিস চালু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রানকেন্দ্রে ছারছীনা নতুন বাসষ্ট্যান্ডে সেবা গ্রীন লাইনের নতুন টিকিট কাউন্টার উদ্ধোধন করা হয়।
স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ প্রধান অতিথি হিসেবে ওই কাউন্টারের উদ্বোধন করেন।
এরপূর্বে নতুন কাউন্টারে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্বরূপকাঠি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: নাসির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান,যুগ্ন আহবায়ক মো: ওয়াহিদুজ্জামান মানিক, যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
উক্ত দোয়া অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ক্বারী বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে, শফিকুল ইসলাম ফরিদ বলেন, আশা করছি, ঢাকাগামী যাত্রীদের জন্য সেবা গ্রীন লাইন উন্নত সেবা দিবে। একইসাথে গাড়ীর ড্রাইভার ও সুপারভাইজার যাত্রীদের উন্নত সেবা দিবে। সেবা গ্রীন লাইন যেন যথাযথভাবে যাত্রীদের সেবা দিতে পারে।
কাউন্টার পরিচাল জানান, যাত্রী সেবায় এক অনন্য নাম ‘সেবা গ্রীন লাইন’ প্রতিনিয়ত সকাল এবং বিকালে নেছারাবাদ থেকে ঢাকার উদ্দেশ্য বিরতিহীন যাত্রা করবে। স্বরূপকাঠী-সায়দাবাদ-মালিবাগ-রামপুরা-বাড্ডা-কুড়িল বিশ্বরোড-এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর,গাজীপুর-মালেকের বাড়ী-শিববাড়ি- মিরপুর-রাইনখোলা-গাবতলী-সাভার-নবীনগর-চন্দ্রা পর্যন্ত তাদের গন্তব্যে থাকবে।

Discussion about this post