Print Date & Time : 14 September 2025 Sunday 6:59 am

নেছারাবাদে চেয়ারম্যান পদে ছয় জনের মনোনয়ন সংগ্রহ

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদে গুয়ারেখা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্য আওয়ামীলীগ মনোনীত দলীয় নৌকা প্রার্থীর চেয়ারম্যান পদের ফারজানা আক্তার ছাড়া বাকি পাচজন স্বতন্ত্র পদের চেয়ারম্যান প্রার্থী।

স্বতন্ত্র পদের বাকি পাচ চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো: মাহামুদ হাসান, শান্তা রানী সূতার, গাজী মিজানুর রহমান মিজান, গাজী মো: হুমাউন কবির আলতাফ, আব্দুল লতিফ শেখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহিন শরীফ জানান, এ পর্যন্ত দলীয় নৌকা প্রার্থী ফারজানা আক্তার সহ মোট ছয়জনে মনোনয়ন ফর্ম কিনেছেন। আগামী ১৮ জুন মনোনয়ন দাখিলের শেষ তারিখ। ১৯ জুন যাচাই বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ জুলাই সকাল আটটায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//