নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: ২য় ধাপের নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী রনিদত্তসহ দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
চেয়ারম্যান পদে জামানত হারানো রনি দত্ত নেছারবাদ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন এস,এ সোহাগ এবং রাজিব সেন।
ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো এস,এ সোহাগ পেশায় একজন ব্যবসায়ি এবং রাজিব সেন পেশায় একজন অটো ড্রাইভার।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানাগেছে, প্রার্থীকে জামানত ফিরে পেতে মোট কাস্টিং ভোটের পনের পার্সেন্ট ভোট পেতে হবে। এর কম যারা ভোট পাবে তাদের জামানত বাজেয়াপ্ত বলে গন্য হবে। চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে রনি দত্ত জয় মোট ভোট পেয়েছেন ৬ হাজার ৪শ পাচ। অপরদিকে টিওবয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে এস,এ সোহাগ পেয়েছেন ৯ হাজার ৭শ ৩০। উড়োজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে রাজিব সেনের প্রাপ্ত ভোটের সংখ্যা ৪ হাজার ৭শ ৩৪ ভোট।
চেয়ারম্যান পদে মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭৮৪৪৯ ভোট। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোটের সংখ্যা ৭৮৪১২।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক জানান, ” প্রার্থীকে জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের অবশ্যই পনের পার্সেন্ট ভোট পেতে হবে। অন্যাথায় তাদের জামানত বাজেয়াপ্ত বলে ঘোষিত হবে।
২১ মে এ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাচ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিযোগীতা করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৯১,৮২৫ ভোট।
দৈনিক দেশতথ্য//এইচ//