Print Date & Time : 27 August 2025 Wednesday 2:06 am

নেছারাবাদে জামিন পেয়ে কাধে চড়ে ফিরলেন চেয়ারম্যান মিঠুন

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যাকান্ডে অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি মিঠুন হালদারকে কাধে চড়িয়ে পরিষদে আনলেন সমর্থকরা।

মিঠুন হালদার ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। দীর্ঘ পাচ মাস কারাভোগের মামলায় জামিনে বেরিয়ে তিনি রোববার সকালে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে পরিষদ সংলগ্ন মাহামুদকাঠি বাজারে আসেন। এসময় স্থানীয় রাজু নামে এক ব্যক্তি বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারকে কাধে তুলে নিয়ে পরিষদে রওনা হন। এসময় পিছন পিছন সহস্রাধিক সমর্থকেরা আনন্দ মিছিল দিয়ে তাকে নিয়ে পরিষদে প্রবেশ করেন।

অপর দিকে মিঠুন হালদার এলাকায় ফিরছেন এমন খবরে সংঘর্ষের আশংকায় কুড়িয়ানা বাজারের দু’একটি বাদে সব দোকানপাঠ বন্ধ করে রাখেন ব্যবসায়িরা। পরিষদে বসে তিনি এক শান্তি সমাবেশ করে বাড়ী ফেরার পথে তার সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ করে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার।

অভিযোগ অস্বীকার স্বপন দেউরী বলেন, আমরা কোন হামলা করিনি। বরং তিনি মিঠুনের লোকজন আমাদের উপর হামলা করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৩০ জানুয়ারী কুড়িয়ানা বাজারে প্রতিপক্ষের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হয়। এ ঘটনায় তার স্ত্রী মালা রানী বাদী হয়ে নেছারাবাদ থানায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মিঠুন হালদার সহ অন্যান্যে আসামিরা জেল হাজতে ছিলেন। মামলায় জামিনে মুক্তি পেয়ে গতকাল রোববার তিনি পরিষদে আসেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম শাহীন বলেন, মিঠুন চেয়ারম্যানের আগমনে উত্তেজনা সৃষ্টি হতে পারে এ আশংকায় সকাল থেকেই পুলিশ মোতায়েন করা ছিল।
চেয়ারম্যান মিঠুন হালদার পরিষদ থেকে উপজেলা সদরে চলে যাওয়ার পর তার সমর্থকরা ট্রলার যোগে বাড়ী ফেরারা পথে কুড়িয়ানা বাজারে উঠলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সময়োচিত পদক্ষেপে ঘটনার নিরসন হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//