নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে গুয়ারেখা ইউপি উপ-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়ারম্যান পদের নৌকা প্রার্থী ফারজানা আখতারের স্বামীর বিরুদ্ধে মামলায় ফুসে উঠেছে এলাকার মানুষ বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনে পরাজয় সুনিশ্চিত ভেবে এলাকার বিএনপি সমর্থিত স্বতন্ত্র পদের চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান তার অনুগত ইউনিয়ন বিএনপি এক নেতাকে ব্যবহার করে মামলাটি দায়ের করেছেন।
গত ২৮ জুনের একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় জনৈক বিএনপি নেতা ইদ্রিস আলী ফকির নৌকা প্রার্থী ফারজানার স্বামীর বিরুদ্ধে মামলা করতে যান।
পুলিশ বিষয়টি আচ করতে পেরে ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের বিরুদ্ধে মামলা নিতে অপরগতা প্রকাশ করে। পরে ইদ্রিস ফকির গত ২ জুলাই পিরোজপুর কোর্টে পলাশ সিকদারকে আসামী করে সাজানো মামলা সফল করেন।
তবে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) জাফর আহমেদ জানান, আমরা শুনেছি ওখানে একটি মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে মামলা ব্যবস্থা নিব কি করে।
গুয়ারেখা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মালেক সিকদার অভিযোগ করেন, নৌকা প্রার্থী ফারজানা আক্তার আওয়ামী পরিবারের মেয়ে। একইসাথে তিনি অত্র ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের ছেলে ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের স্ত্রী। নির্বাচনে এলাকার বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান তার অনুগত একজন বিএনপি নেতার মাধ্যমে প্রার্থীর স্বামীর বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলা দিয়েছেন। মুলত নৌকা প্রার্থী ফারজানা আক্তারকে ধমাতে তার এই মামলা। এটা সম্পূর্ন নির্বাচন কেন্দ্রিক মামলা। প্রার্থী ফারজানা আক্তারকে বসিয়ে দেয়ার জন্য তার স্বামীকে আসামী করে মামলাটি করা হয়েছে। তিনি বলেন অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন করব।
অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান বলেন, আমি কোন মামলা করিনি। আমার সমর্থকদের নৌকা প্রার্থীর স্বামী পিটিয়েছে। তাই ইদ্রিস আলী ফকির কোর্টে মামলা করেছেন।
নৌকা প্রার্থী ফারজানা আক্তার বলেন, মিজান গাজী আচরনবিধি লঙ্গন করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। যে কারনে রিটারনিং অফিসার তাকে শোকজ করেছেন। এখন আবার জনপ্রিয়তা দেখে তিনি ঈর্সানিত হয়ে পিরোজপুর কোর্টে আমার স্বামীর বিরুদ্ধে এজটি মিথ্যা মামলা দিয়েছেন। মিজান গাজী নির্বাচনে নিজের পরাজয় সুনিশ্চিত ভেবে ওই মিথ্যা মামলা দিয়েছেন।
দৈনিক দেশতথ্য// এইচ//