নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডোর ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও তাদের কিছু ন্যায্য দাবি আদায়ে নেছারাবাদ উপজেলায় বিদ্যুতের শাটডাউন চলছে।
বৃহস্পতিবার বিকেল পাচ পর থেকে কোন কারন ছাড়াই গোটা উপজেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে, নেছারাবাদ কৌড়িখাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডিজিএম মো: রাসেল আহমেদ জানান, “তাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামার কারনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে পিরোজপুরের কয়েকটি জায়গায় বিদ্যুতের শাটডাউন শুরু হয়েছে। নেছারাবাদে একটু বৃষ্টির কারনে লাইনে ফল্ট হয়েছে। এখানে শাটডাউনের ব্যাপারে এখন পর্যন্ত ম্যাসেজ আসেনি। তবে যেকোন সময় নেছারাবাদে বিদ্যুতের শাটডাউন হতে পারে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, “নেছারাবাদে বিদ্যুৎ লাইনে নাকি একটু সমস্যা হয়েছে। যে কারনে বিদ্যুৎ চলে গেছে। তবে,নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম মো: রাসেল আহমেদ জানিয়েছেন, তাদের কতজন কর্মকর্তাকে নাকি চাকরিচ্যুত করা হয়েছে। এজন্য নেছারাবাদে বিদ্যুতের শাটডাউন হতে পারে বলে আমাকে জানিয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো: মাহাবুবুল হক বলেন, “বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডোর ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে গোটা পিরোজপুরে বিদ্যুতের শাটডাউন চলছে। এ নিয়ে এই মুহুর্তে আমরা পিরোজপুর ডিসি সাহেবের সাথে বৈঠকে বসেছি”।

Discussion about this post