নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে মো: মাসুম (৫০) নামে ভাগিনাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আপন মামা শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে।
উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে বেলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মামা ভাগিনার মধ্য পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে। পুলিশ অভিযুক্ত মামা শাহাদাৎ হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো: হাবিবুর রহমান জানান, শুনেছি, মামা ভাগিনার মধ্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলমান। তারই ধারাবাহিকতায় গত সোমবার মাগরিব নামাজের পরে মামা ভাগিনার মধ্য তর্কতর্কি সৃষ্টি হয়। এসময় আচমকা শাহাদাৎ একটি মোটা চাম্বলের কাঠ নিয়ে মাসুমের মাথায় পিটান দেয়। এতে মাসুম রাস্তায় লুটিয়ে পড়ে। পরে শাহাদাৎ পূনরায় মাসুমের হাটুতে পিটাতে থাকলে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে মঙ্গলবার ভোরে লোকটি মারা গেছে।
স্থানীয় প্রতিবেশি ডা. মাসুম বিল্লাহ বলেন, শুনেছি, শাহাদাৎ হোসেন মাগরিব নামাজ পড়ে এসে বেলতলা জায়গায় বসে ভাগিনা মাসুমের মাথায় লাঠি দিয়ে পিটান দিয়েছে। এসময় প্রতিবেশিরা উদ্ধার করে বরিশাল নিয়ে যায়। মঙ্গলবার ভোরে মাসুম মারা গেছে।
নেছারাবাদ থানার এ,এস,আই মো: মনিরুল ইসলাম জানান, শাহাদাৎ ও মাসুম সম্পর্কে মামা ভাগিনা। সোমবার সন্ধ্যার পরে শাহাদাৎ মাসুমের মাথায় কাঠ দিয়ে পিটান দিয়েছে। এতে মাসুমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহাদাৎ ও তার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে। নিহত মাসুমের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করবেন।
ওসি মো. গোলাম সরওয়ার বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু খোজ খবর নিয়েছে। রাতে শাহাদাৎ হোসেন সাহেদ তড়ি-ঘরি করে বাড়ী এসে কাপর চোপর ঘুছিয়ে পালানোর প্রস্তুতি কালে এলাবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা করার জন্য নিহত মাসুমের বোন ফরিদা বেগম থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//