Print Date & Time : 24 August 2025 Sunday 4:45 am

নেছারাবাদে মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বাবার জেল

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদে এক স্কুলছাত্রীর (১৫) বাল্য বিবাহ ভেঙ্গে দিয়ে কনের পিতাকে ৬ মাসের জেল দিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

উপজেলার সোহাগদল গ্রামের শেখপাড়া এলাকায় ওই বিয়ের আয়োজন চলছিল। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতে কনের পিতা মো: জাহাঙ্গির হোসেনকে ওই সাজা দেয়া হয়।

জানাগেছে, ওইদিন ছাত্রীর বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছে। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন। এসময়, ভ্রাম্যমান আদালত বসিয়ে বিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

স্থানীয় ইউপি সদস্য মো: স্বপন জানান, মেয়ের পিতা পেশায় একজন জেলে। ওই বাড়ীতে আজকে বিয়ের আয়োজন চলছিল। এমনসময় ইউএনও স্যার খবর পেয়ে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের(মেয়ে) পিতাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//