নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককের অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বিদ্যালয়ের একটি অভিভাবক সভায় বসে কটাক্ষ ভাষায় ওই ছাত্রীসহ তার পিতা মাতাকে যা ইচ্ছে তা বলেছেন। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মধ্য চরম ক্ষোভ বইছে।
ওই ছাত্রীর অভিবাবক মো: মোস্তফা অভিযোগ করেন, গত বৃস্পতিবার বিদ্যালয়ে একটি অভিভাবক সমাবেশ চলছিল। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বক্তব্য প্রদান করছিলেন।
এসময় বিদ্যালয়ের তার ভাতিজি দশম শ্রেণি ছাত্রী একটু অমনোযোগী ছিল। বিষয়টি প্রধান শিক্ষক গ্রীন তালুকদার লক্ষ্য করে তার ভাতিজিসহ উপস্থিত সবার সামনে পিতা মাতাকে জড়িয়ে যা ইচ্ছে তা বলেন। এতে তার ভাতিজি শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাতে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠিরা দেখে ডাক চিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই ছাত্রী বাড়ীতে আছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, ওইদিন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে একটি সভা চলছিল। এসময় ওই ছাত্রী দুষ্টমি করছিল। তাই তাকে সামন্য একটু বকা দিয়েছিলাম মাত্র। এতে সে শ্রেণিকক্ষে বসে আত্মহত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান আমাকে শোকজ করেছেন। আমি আজ রোববারের মধ্য শোকজের জবাব দিব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো আমাকে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেইনি।

Discussion about this post