নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক স্কুল শিক্ষক আহতসহ ঘরের আসবাবপত্র পুড়ে ভষ্মীভুত হয়েছে।
এতে অন্তত ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই শিক্ষকের। শনিবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে পুরাতন কোর্ড বিল্ডিং বামপাশের সড়কের পাশে মোঃ শাহিন সরোয়ারের মালিকানাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ওই দুর্ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক বর্তমানে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানাগেছে, উপজেলার সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব হালদার ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
আহত বিপ্লব হালদার জানান, নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে লাগানোর পরে চেক করতে গিয়ে বিস্ফোরণের। এসময় আগুন নিভানোর শত চেষ্টা করেও ব্যর্থ হই। মুহুর্তেই ঘরের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি এসে আগুন নিভানোর চেষ্টা করে।
খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরাও অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় বিপ্লব হালদারের বাসার মালামাল পুড়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি জানান, আগুনে আনুমানিক বিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার এবং ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।