নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:নেছারাবাদে স্বাধীন মিস্ত্রী(২২) এক যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে উপজেলার ধলহার গ্রামে ৭নং এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই মেয়ের মা এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কিছু লোক শালিস আপোসের ব্যবস্থা করেছেন। যে কারনে স্থানীয় চাপে তিনি এখনো থানায় যাননি।
অভিযোগে জাযাগেছে, স্থানীয় সুধীর মিস্ত্রীর ছেলে স্বাধীন মিস্ত্রী নিজেদের বাসায় বসে বিকাশের ব্যবসা করেন। সে সুবাধে ওই মেয়ে মাঝেমধ্য ফোন রিচার্জের জন্য স্বাধীনের কাছে আসা যাওয়া করত। ঘটনার দিন বিকেলে স্বাধীনের মা বাবা বাসায় ছিলনা। এসময় ওই মেয়ে ফোনে রিচার্জের জন্য স্বাধীনের কাছে আসে। স্বাধীন তাকে একা পেয়ে হাত ধরে মুখ চেপে ঘরের ভিতরে নিয়ে যায়। কিছু সময় পর মেয়েটি দৌড়ে বাড়ী গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে মেয়েটি তার মায়ের কাছে সব খুলে বলে।
মেয়েটির মা অভিযোগে জানান, প্রতিবেশি সুধীর মিস্ত্রীর ছেলে বরিশাল বিএম কলেজে অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ছেলে লেখা পড়ার পাশাপাশি বাসায় বসে ফ্লাক্সির ব্যবসা করত। শনিবার বিকেলে তার মেয়ে স্বাধীনের কাছে ফ্লাক্সির জন্য যায়। স্বাধীন ফাকা ঘরে মেয়েকে একা পেয়ে মুখ চেপে নিয়ে অনেক অত্যচার করেছে। মেয়ে বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। আমি সাথে সাথে ছেলের মা চঞ্চলাকে জানালে তিনি বলেছেন আমি বিষয়টি দেখবো তিনি আরো বলেন স্বাধীন যা করেছে, তা মুখে বলা যায়না। আমি এর উপযুক্ত বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই যুবকের মা চঞ্চলা রানী বলেন, আমাদের বিষয় সেটা আমরা সমাধান করব। এ বিষয়ে কারো নাক গলানোর দরকার নেই।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post