আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে কুষ্টিয়ার প্রবেশ মুখ লালন শাহ সেতুর পশ্চিম পাশে অবস্থান নেওয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে দৌলতপুর উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।
উপস্থিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন,আমার আসার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এসময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দ্বিতীয় বারের মতো নৌকার মাঝি হিসেবে সরওয়ার জাহান বাদশাকে মনোনয়ন দেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রবিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post