আন্তর্জাতিক প্রতিবেদক: ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত গোপন ও স্পর্শকাতর নথি চুরির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সহকারী এলিয়েজের ফেল্ডস্টেইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এ তথ্য জানিয়েছে।তবে এলিয়েজের ফেল্ডস্টেইন ব্যতীত বাকি তিনজনের নাম প্রকাশ করেনি শিন বেট। তবে বলা হয়েছে যে আদালতের নির্দেশে চারজনকে হেফাজতে রাখা হয়েছে।
শুক্রবার ইসরায়েলের দৈনিক হারারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু সংবেদনশীল নথি চুরি হয়েছে এবং চোররা বিদেশি পত্রিকার কাছে এসব তথ্য বিক্রি করেছে। হারারেৎজে এই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা হলো এই চার জনকে। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে শিন বেট।
এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় দুই নেতা ইয়াইর লাপিদ এবং বেনি গান্টজ এ ঘটনায় নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী দলীয় দুই নেতা বলেন, “এই সরকার এবং সরকারপ্রধান যে ব্যর্থ— তার একটি বড় প্রমাণ এই নথি চুরির ঘটনা। নেতানিয়াহু এমন সব লোকজনকে নিজেদের আশেপাশে রেখেছেন, যাদের কারণে যে কোনো সময়ে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।”
কোন বিদেশি পত্রিকার কাছে এসব গোপন নথি বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি দৈনিক হারারেৎজ বা শিন বেট। তবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ‘বিল্ড’ নামের জার্মানিভিত্তিক সাময়িকী কিনেছে এসব নথি।

Discussion about this post