Print Date & Time : 23 August 2025 Saturday 12:33 am

নোবেলজয়ী ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

আজ ১১ আগস্ট ২০২৪ রোববার ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রেস ক্লাবের একজন সম্মানীয় সদস্য। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত। ড. ইউনূস বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে তিনি উজ্জ্বল করেছেন।

ইতোমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি আত্মনিয়োগ করেছেন। আমরা তাঁর সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে।
ছাত্র জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আসবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কগণসহ ছাত্র সমাজের প্রতি অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানানো হয়।

সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।