‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলাপাড়া-রাঙ্গাবালী-কুয়াকাটার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করেছেন। একসময় ঢাকা থেকে কুয়াকাটায় আসতে ১৪-১৫ ঘন্টা সময় লাগতো। সেখানে এখন মাত্র ৫ ঘন্টা সময় লাগে কুয়াকাটা আসতে। শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগের সেতুবন্ধন তৈরী হয়েছে।
‘ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৭ কোটি মানুষের নেত্রী। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করে যাচ্ছেন। কুয়াকাটা থেকে টেকনাফ তেতুলিয়া পর্যন্ত উন্নয়নের মহাসড়কে পরিনত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পায়রা বন্দর, কুয়াকাটা, সোনার চর, তালতলী, পাথরঘাটাকে নিয়ে ইকো ট্যুরিজম জোন করার মহা পরিকল্পনা নেয়া হয়েছে। শীঘ্রই তা সম্পন্ন হবে। মাস্টারপ্লান বাস্তবায়ন হলে পায়রা বন্দর, কুয়াকাটা হবে বাংলাদেশের প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি এমপি থাকাকালীন কলাপাড়া কুয়াকাটায় ভূমিদস্যুতা, দখল, শালিস বানিজ্য, কোন সসিন্ডিকেট ছিল না। ছিল না কোন সন্ত্রাসী বাহিনী। মানুষ নিরাপদে ব্যবসা বানিজ্যসহ শান্তিতে বসবাস করতে পেরেছে।’
মহিববুর রহমান মহিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র দলীয় প্রতীক। এর বাইরে আর কোন মার্কা নেই। যারা আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের বিরুদ্গিধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তারা আওয়ামী লীগের কেউ নয়। নৌকার বিপক্ষে গিয়ে যারা ষড়যন্ত্র করছে নৌকা ডোবাতে, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিবেন।’
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকনের সভাপতিত্বে আয়োজিত পথসভায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জরুল আলম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, ডঃ নাইমা কবির, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার প্রমূখ।
পথসভায় উপজেলা আওয়ামী লীগ,স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতশত নেতা নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে পথ সভায় যোগ দেয় যা এক সময় পথসভা কে জনসমুদ্রে পরিণত করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ডিসেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post